Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প

 

জৈনকাঠী ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প চালু রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে জৈনকাঠী ইউনিয়নের সাধারন জনগণ অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সেবা পাচ্ছেন। নামমাত্র সরকারী মূল্যে স্থানীয় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে জন্ম এবং মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করে থাকেন। অত:পর ইউপি চেয়ারম্যান নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আবেদনটি গ্রহণ করে একটি অনলাইন সনদ ইস্যু করে থাকেন।

অন্যদিকে এই ইউনিয়নের শতভাগ জন্ম নিবন্ধন অনলাইনভূক্ত হওয়ার ফলে জনগণের ভোগান্তি নেই বললেই চলে। ডাটা এন্ট্রি অপারেটর এর সম্মানী ভাতা দেওয়ার পরে জন্ম নিবন্ধন থেকে আয়ের টাকা একটি নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা করা হয়। যা ভবিষ্যতে জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে ব্যয় করার জন্য।